আমার স্বামী বলতাছে ছাইড়া দিছি এই কথা নাকি বলেনি, কিন্তু আমার মনে আছে সে বলছে।আমি তাকে জিজ্ঞেস করলাম বাবার বাড়ি গিয়ে কি বলব,পরে আমার স্বামি বলতাছে ছাইড়া দিছে বলবি।ছেড়ে দিছি নাকি ছেড়ে দিছে বলতে বলছে আমি সিউর হতে পারছি না।সে বল্লেও নাকি রাগের মাথায় বলছে,তালাকের নিয়ত ছিল না।এখন কি করব তার সাথে চলে যাব, নাকি আমাদের তালাক হয়ে গেছে।দ্রুত উত্তর দেন।