আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
১.ভুল করে কেরার (এক প্রকার পোকা) উপর পা পরে যায় তা মরে যায় ও কিছু তরল পদার্থ বের হয়।এটি কি নাপাক?
২. ভুল করে অন্য কারো ফোনে(ফোনটি অন ছিল)
চোখ পড়ে গেলে তার হক কি নষ্ট হবে?
৩.নামাজে ১ বার কাপড় ঠিক করা হলো।২য় বার কাপড় ঠিক করার সময় যদি দুইবার কাপড় নাড়ানো হয় তবে কি নামাজ ভেঙ্গে যাবে?
৪.আমার পরীক্ষার সময় যাওয়া আসার জন্য আব্বু আম্মুকে সিএনজি ভাড়া দিত। কিন্তু আম্মু সিএনজিতে না গিয়ে বাসে যেত।আমি ঐসময় জানতাম না।এখন তা কি জায়েয হয়েছে? আমার কি করণীয়?
৫.কোনো ভিডিও দেখলাম ইউটিউবে । এখন এই ভিডিওর মান খারাপ হওয়ায় তা নিয়ে অন্য কারো সামনে হালকা ট্রল করলাম। এতে ইউটিউবারদের হক নষ্ট হয়েছে?
৬.আম্মু হাতের কাজের জন্য কিছু কাপড় এনেছিল। কিন্তু আমি তা নেওয়ার সময় ভুল করে মুখ মুছে ফেলেছি(কোনো দাগ লাগেনি)। এখন এতে কি হক নষ্ট হয়েছে? আমার করণীয় কি?
৭. ৬নং বর্ণিত কাপড়ে ভুল করে তেলের দাগ লাগলে কি হক নষ্ট হবে?
৮. লাইফ গুড এপ এ রিসেলিং বাদে অন্য কাজ করে টাকা ইনকাম করা কি জায়েজ?
(এই এপ সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন
https://youtu.be/_u4Sh-NbQK4?feature=shared )
৯. নিচের এই এপ এ যেসব হালাল উপায় আছে তাতে ইনকাম করা কি জায়েজ?
https://youtu.be/_Rs9DW12LBo?feature=shared
১০. আম্মু যদি কিস্তির টাকা দেওয়ার জন্য পাঠায় তবে তা দেওয়া কি জায়েয?