ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আমার ডেলিভারি হয়েছে ৩৬ দিন চলছে..পিরিয়ড নাই, ব্লাড ডিসচার্জ ও নাই। কিন্তু মাঝে মাঝে পেট এ চাপ লাগলে পানির মতো বের হয়। আপনি নামাজ পড়তে পারবেন।
(২)পরিবারের কোনো মাহরাম সদস্য যদি নীল ভিডিওতে অভ্যস্থ থাকেন তখন, তাকে দ্রুত বিয়ে দিতে হবে। তার হেদায়তের জন্য দু'আ করতে হবে।
(৩) ovarian cyst এর জন্য ডাক্তার পিরিয়ড বন্ধ রাখার ঔষধ দেওয়ার পরও মাঝে মাঝে রক্ত দেখা গেলে যদি তিন দিন তিন রাতের বেশী হয়, তাহলে হায়েয । নতুবা ইস্তেহাযা ।
(৪) স্বপ্ন থেকে বুঝা যাচ্ছে, সহশিক্ষা আপনার জন্য কল্যাণকর নয়। তাই আপনি মহিলা কলেজে ভর্তি হবেন।
(৫) ফরয শিক্ষার অতিরিক্ত টাকা আম্মুকে দিয়ে দিলেই হবে।