কেউ যদি স্ত্রীকে ঝগড়ার সময়ে বলে আমি তোরে তালাক দিমু তালাক,তালাক দিমু তালাক,তালাক দিমু তালাক,তালাক দিমু তালাক,এভাবে অনেকবার বলতে থাকে তাহলে কি তালাক পতিত হয়েছে বলা যাবে?তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছে কোরআন শরীফ হাতে নিয়ে যে, দিয়ে দিয়েছো হিসেবে বলছ নাকি দিবো হিসেবে বলছো ,সে কোরআন শরীফ হাতে ধরে বলেছে দিবো হিসেবে বলছি, যদি দিতাম তাহলে তো ঘর থেকে বের হয়ে যেতাম, আমি তো ঘর থেকে বের হই নাই। এখন এক্ষেত্রে কি ধর্তব্য হবে ?