আমার ভাগ্নের বয়স এক বছরের চেয়ে একটু বেশি তাকে প্রথমে মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত শোনানো হতো এবং বলা হতো এটি "ইলল্লাহ"। এখন সে মোবাইলে যা যা দেখে (কার্টুন বা অন্যকিছু) সবকিছুকে ইল্লাল্লাহ বলে বোঝায়, তাকেই বোঝানোর জন্য আমার পরিবারের সদস্যরা বলে তাহলে তোমাকে ইল্লাল্লাহ দেখতে দিব। (এক্ষেত্রে মোবাইলের কার্টুন বা বিভিন্ন ভিডিও নির্দেশ করে)
তাদের এভাবে বলার ধরুন কি কুফর হবে বা গুনাহ হবে?
এর জবাবে আপনি বলেছিলেন
" তোমাকে ইল্লাল্লাহ দেখতে দিব"
এর দ্বারা মূলত আপনার পরিবারের সদস্যদের উদ্দেশ্য হলো তাকে কুরআনের তিলাওয়াত,হামদে বারি তায়ালা,আল্লাহর প্রশংসা সম্বলিত কিছু শুনানো।
সুতরাং এতে কুফর হবেনা
তবে খুবই সেনসিটিভ বিষয় হওয়ায় এ ধরনের কথা বলা বর্জন করার পরামর্শ থাকবে।
আমার প্রশ্ন হলো"
মাঝে মাঝে কার্টুন বুঝানোর জন্যও বলে থাকেন,
ইল্লাল্লাহ দেখাবো, এক্ষেত্রে কি হবে।?
উল্লেখ্য, এটা সাধারণত তাকে বুঝানের জন্য বলেন যেহেতু সে ইল্লাল্লাহু বলতে কার্টুন সহ বাকি মোবাইলের সবকিছুই বুঝে।যদিও ইল্লাল্লাহ শব্দের শাব্দিক অর্থ "আল্লাহ ছাড়া" বলেই জানি। তবুও শুনে ভয়ই লাগে.