আসসালামুয়ালাইকুম উস্তাদ।
আজকে আমি স্বপ্নে দেখি আমি একটা রঙিন পাহাড়ে গিয়েছি।তো সেখানে যেতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছিলাম আর বলছিলাম এটাই কুরআনে বর্ণিত সেই রঙিন পাহাড়।সে পাহাড়ে বিভিন্ন রঙের মাটি ছিলো।সেই মাটিগুলো অনেক উপকারী ছিলো এবং একেক রঙের মাটি একেক রোগের শিফা ছিলো।
আমি লাল,কালচে খয়েরি,সবুজ রঙের মাটি নিচ্ছিলাম আমার সাথে, বিশেষ করে সবুজ রঙের মাটি নেওয়ার ইচ্ছা এবং চেষ্টা বেশি ছিলো।
এই স্বপ্নের কি কোনো অর্থ রয়েছে?