আমার স্বামী বিদেশে থাকা অবস্থাই আমার সাথে স্বামীর ঝগড়া অনেক দিন যাবত চলছিলো, আমি একদিন উনাকে বলি কলের মাধ্যমে আমার সাথে উনি সংসার করবে নাকি করবে না??
উনি আমার প্রশ্নের উত্তরে সরাসরি বলে তিনি আমার সাথে সংসার করবে না আর, এবং কি আমার কাবিনের ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দিবে আমাকে বিদায় করে দিবে সরাসরি বলে এই কথা আমাকে। আমি তখন শশুরবাড়ি তারপর কিছু দিন পরে তিনি আবার ফোনে বলে আমার সাথে ৪/৫ মাস আগে যখন থেকে যোগাযোগ বন্ধ দিয়েছে তখন থেকেই আমাকে উনি ছেড়ে দিসে। আমার সাথে উনার স্বামী স্ত্রী কোন সম্পর্কই নেই এটাও বলেছে উনি , এবং কি আমাকে উনার সংসারে রাখবে না, এর মধ্যে সাথে সাথে উনি আমার কাবিনের টাকা গুলো আমার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিয়েছে আর সেই সাথে উনি বলেছে এখন ত আমার ( আমার স্বামী প্রতি ) মানে উনার প্রতি স্বামী হিসেবে কোন দাবি নেই, কারণ আমার কাবিনের টাকা তিনি পরিশোধ
করে দিছে । উনার মনে আমার প্রতি উনার স্ত্রী হিসেবে উনার কোন দাবি নেই । আমার যা খুশি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি তাতে তিনি কিছুই বলবেন না কারণ আমি আর উনার স্ত্রী না সে এটা নিজের মুখে স্বীকার করেছে, এবং কি কাবিনের টাকা গুলো আমাকে দাবি ছেড়ে দিয়ে দিসে তারপর আমাকে বার বার বলে উনার বাড়ি থেকে বের হয়ে যেতে। এবং কি এটাও বলে আমার রুমে মধ্যে যা যা জিনিসপত্র আমি এত বছরে তিল তিল করে জমিয়েছি গুসিয়েছি সব জিনিসপত্র খাট সহ, ডেসিন টেবিল, একটা রুমে যত জিনিস আছে সকল জিনিসপত্র নিয়ে গাড়িতে ভরে আমি যাতে সবকিছু কাবিনের টাকা সহ রুমের সকল জিনিসপত্র নিয়ে গাড়িতে ভরে চলে যায় বাবার বাড়ি,এই সব ঘরের জিনিসপত্র সব উনার টাকার তবুও উনি আমাকে সব খালেস নিয়তে সব দিয়ে দিচ্ছে আর বলতেছে তবুও যাতে আমি উনার বাড়ি উনার ঘর ছেড়ে দেই বার বার বলে আমি কেনো এখনো চলে যায় না? কেনো উনার বাড়িতে কুকুরের মতো পরে আছি আমি, উনার খাবার ভাত ইত্যাদি খেলে আমি পায়খানা কৃমি খাচ্ছি আরো নোংরা কথা ত আছেই আমি চলে যায় যাতে উনাকে মুক্তি দিতে বলতেছে আমাকে এবং আমি সব জিনিসপত্র নিয়ে কাবিনের টাকা নিয়ে হলেও উনার ঘর খালি করে দেই যাতে সে আরেক টা বিবাহ করবে, আমার জন্য সে ভালো বিবাহ করতে পাচ্ছে না কারণ সতিন দেখে কেউ বিবাহ বসতে চাই না এই গুলো সে নিজের মুখে বলেছে আমাকে। আমাকে ত বার বার উনার ঘর থেকে বের করে দিচ্ছে সেই সাথে উনার পরিবারের মা বাবা বোন সকলকেই বলেছে সে নিজ মুখে আমার সাথে সংসার করবে না সে, আমাকে যাতে আমার শশুরবাড়ি সকল লোক সকল মিলে আমাকে যাতে বাড়ি থেকে বের করে দেই উনারা। সে যেভাবে বের করে দিচ্ছে। উনি আর আমাকে রাখবে না উনার সংসারে, উনি আমার সাথে সংসার করবে না। উনার পরিবারের সকলেই বোঝিয়েছে উনাকে আমিও বুজিয়েছি তবুও উনার একই কথা আমার সাথে কথাও বলবে না, সংসার করবে না, কাবিনের টাকা দিয়ে দিসে এখন আমাকে যেভাবেই হোক উনার বাড়ি থেকে চলে যেতেই হবে এটাই উনি চাই। তারপর উনার বন্ধুরা উনার কাছে গিয়েছে উনাকে বোঝানো জন্য শান্ত করার জন্য উনি উনার বন্ধুদেরকেও সরাসরি একই কথা বলেছে উনি যে সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে এই সিদ্ধান্তের উপরে উনি স্থির আছে এর থেকে এক পা সে সরবে না। আমাকে ছেড়ে দিসে, আমার সাথে যোগাযোগ বন্ধ, কথা বলে না, কাবিনের টাকা দিয়ে দিসে খালেস নিয়তে, উনার বাড়ি থেকে বার বার বের করে দিচ্ছে আমাকে, আমার সাথে সংসার করবে না সে, আমার উপরে স্ত্রী হিসেবে উনার কোন দাবি নেই, উনার হাজার হাজার টাকা রুমের জিনিসপত্র আমাকে দিয়ে দিচ্ছে তবুও আমাকে উনার বাড়ি থেকে বের করবেই সে, পরিবারের সবাই কে জানিয়ে দিসে আমার সাথে সংসার করবে না আমাকে পরিবারের সকল লোক মিলে যাতে বাড়ি থেকে তারিয়ে দেই, ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা গালি গালাজ তো করতেছেই আমাকে সবদা।
আমার সাথে সম্পর্ক ঠিক করবে না সে কোন ভাবে । মাসের পর মাস এই সব সহ্য করেছি এই ভাবে আর কত দিন চলবে?? তারপর শশুরবাড়ি তে এমন অত্যাচারে শিকার হচ্ছি পরে আমি আমার বাবার বাড়ি চলে আসলাম। এলাকার মুফতি সাহেব কে সব কিছু বললাম উনি বলেছে তালাকে বাইন হয়ে গেছে আমার
তারপর আমার ইদ্দত শেষ করলাম ৩ হায়েজ, এর পর দীর্ঘ সময় পরে আমি ২য় বিবাহ বসি আলহামদুলিল্লাহ। বতমানে আমি বিবাহিত, এখন আমার প্রশ্ন হলো আমার কি আগের ঘরের প্রান্তনের সাথে তালাক সহীহ হয়েছে কী?
আর বতমানে ২য় বিবাহ সহীহ হয়েছে কি আমার? বতমানে আমার ২য় বিবাহ যে স্বামীর সাথে বিবাহ হয়েছে এই বিবাহ সহীহ হয়েছে কি? আমার মনের মধ্যে এখনো ওয়াস ওয়াসা কাজ করে তাই বিষয় টা আপনাদের পক্ষ থেকে
আরো ভালো ভাবে জানতে চায় আমি