অক্টোবরে আমি আমার বাবা, মা, আর ভাইয়ের সাথে উমরাহ সফরে যাব ইন শা আল্লাহ। ঠিক ওই সময়ই আমার হায়েযের তারিখ। তখন কি আমি পুরোটা সময় ওষুধ খেয়ে হায়েয বন্ধ রাখতে পারবো?
আমাদের এজেন্সি থেকে চারজনের একটা রুম দেয়া হয়েছে হোটেলে। সেখানে একই রুমে আলাদা বিছানায় আমাদের চারজনের জন্য বুকিং হয়েছে। আমি জানতে চাই আমার বাবা আর ভাইয়ের সাথে একই রুমে কি আমি থাকতে পারবো? আমার মা কি উমরাহ এর সময় আমার ভাইয়ের সাথে একই রুমে থাকতে পারবেন?
আমার বয়স ২৭, আমার ভাইয়ের বয়স ১৭।