আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
11 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ উস্তাজ।


এক বোনের ডিপ্রেশন জনিত সমস্যায় উনি উনার চুল পুরো কেটে ফেলেছে।ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের কাছে অনেক তওবা করেছেন।মাফ চেয়েছেন।আল্লাহ পাক ক্ষমা করে দিন।

ওই বোন এর চুল এখন ঘাড় অবদি আসছে।কিন্তু সব গুলা চুল নিয়ে রাবার এ বাধার মত পরিমান হয়নি।

শীঘ্রই উনি ওমরাহ সফরে যাবেন ইনশা আল্লহ।

প্রশ্ন হলে ওই বোন সায়ী করার পর চুল কি পরিমান কাটবে?উনার চুলের গ্রোথ ও খুব ই কম।

উনি যদি একাধিক ওমরাহ করেন প্রতিবার যদি এক ইঞ্চি করে কাটেন চুল আরো ছোট হয়ে যাবে।

মূল বিষয় হচ্ছে উনার চুল সব গুলা একসাথ করে এখনো বাধা যায় এমন পরিমান লম্বা ও হয়নি।

উনি চুল কাটতে হলে কিভাবে কাটবে বা চুল কাটার শরীয়াহ সম্মত বিধান কি হবে জানালে মুনাসিব হবে ইনশা আল্লহ।


জাজাকুমুল্লাহু খইরন

1 Answer

0 votes
ago by (664,560 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

قال رسول الله ﷺ: ليس على النساء حلق، إنما على النساء التقصير
“মহিলাদের জন্য মাথা মুন্ডন নেই, বরং তাদের জন্য চুল ছোট করা।”
(সুনান আবি দাউদ: 1985; ইবনু মাজাহ: 2931)

ইবনে উমর (রাঃ) বলেন:

المرأة تقصر قدر أنملة
“মহিলা এক আঙুল পরিমাণ চুল ছোট করবে।”
(মুসান্নাফ ইবনে আবি শাইবা: 4/90)

হানাফি, শাফেয়ী, মালিকী ও হাম্বলী মাজহাব সবাই বলেন:
চুলের ডগা থেকে এক আঙুল (প্রায় ১ ইঞ্চি) পরিমাণ কাটতে হবে।

 البحرالرائق :

’’( قوله: ثم احلق أو قصر و الحلق أحب ) ... والمراد بالتقصير أن يأخذ الرجل أو المرأة من رءوس شعر ربع الرأس مقدار الأنملة، كذا ذكر الشارح ، ومراده أن يأخذ من كل شعرة مقدار الأنملة ... وإنما كان الحلق أفضل؛ لدعائه عليه السلام للمحلقين بالرحمة ثنتين أو ثلاثاً وفي الثالثة أو ... الرابعة للمقصرين بها‘‘. (7/11)

মর্মার্থঃ-
এক্ষেত্রে চুল কাটা দ্বারা উদ্দেশ্য হলো মাথার এক চতুর্থাংশ চুল হতে এক আঙ্গুল সমপরিমাণ চুল কেটে ফেলা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত বোন ওমরার সায়ী করার পর মাথার এক চতুর্থাংশ চুল হতে এক ইঞ্চি সমপরিমাণ চুল কেটে ফেলবে।

চুল না থাকলে প্রয়োজনে তিনি একবারই উমরাহ করবেন।
একাধিকবার করবেননা।

উনার চুল সব গুলা একসাথ করে এখনো বাধা যায় এমন পরিমান লম্বা না হলেও যেভাবেই হোক মাথার এক চতুর্থাংশ চুল হতে এক ইঞ্চি সমপরিমাণ চুল কেটে ফেলবে।

অন্যথায় দম দেয়া আবশ্যক হবে।

এক্ষেত্রে সে চাইলে উমরাহ করতে আরো কিছু দিন পরে যেতে পারে,যাতে চুল কিছুটা হলেও বড় হয়।

এখনই উমরাহতে যেতে হবে,এমন কোনো বাধ্যবাধকতা তো শরীয়তে নেই।

উমরাহ তো ফরজ ওয়াজিব নয়।
এটি নফল একটি আমল।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...