আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ,
আমি গতবছর ২০২৪ সালের মে মাসে ছেলে সন্তানের মা হওয়ার সৌভাগ্য লাভ করি। মা হওয়ার পর নেফাজ কালীন যে ব্লেডিং ছিল তা শেষ হওয়ার পর আমার আর ব্লিডিং হয়নি। এই রমাদানে মানে ২০২৫ সালের মার্চ মাসে ব্লিডিং হয়েছে ছিলো। ৩ দিনের মতো হয়ে পরে আর দেখা যায় নি, কিন্তু ৬/৭ দিনের দিন আবার হালকা ব্লিডিং হয়েছিলো।(আমার মা হওয়ার আগে সব সময় নিয়মিত হায়েজ ছিলো, ৬ দিনের) এরপর জুলাই, ২০২৫ সালে ৬ তারিখের দিকে ব্লিডিং হয়েছিলো, প্রথমে দুইদিনের ছিলো ( কন্টিনিউস না মাঝে মাঝে) আবার ২-৩ দিন কোনো ব্লিডিং ছিলো না আবার এরপররের দিন একটু দেখা গিয়েছিলো। এখন ৩০আগস্ট, ২০২৫ সালে আবার ব্লিডিং দেখা গিয়েছে।
আমি এখন বুঝতেছি না এইটা কি হায়েজ নাকি ইস্তেয়াজা?
আমি কী এটাকে ইস্তেআজা ধরে নামায পড়বো?