আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
আমি স্বপ্নে দেখি,
একজন পুণ্যবতী কেউ সহ (উনার স্পষ্ট পরিচয় স্মরণ নেই এখন) আমরা কয়েকজন। উনি বলছিলেন, "তিন মসজিদের(মসজিদে নববী,মসজিদুল আকসা,আরেকটা বাইতুল্লাহ কিনা সেভাবে মনে নেই) কোথায় সালাত আদায় করবো?সম্ভবত মসজিদে নববীতে সালাত আদায় করা সহজ ছিলো (অন্যগুলোর একটিতে ভীড় ছিলো,আর মসজিদুল আকসায় কোনো কারণে সম্ভব হবে না মনে হচ্ছিলো।)।তবু সিদ্ধান্ত হলো,মসজিদুল আকসায় গিয়ে দেখি আগে সুযোগ হয় কিনা? পরে মসজিদুল আকসায় গিয়ে সুযোগ পেয়ে যাই আলহামদুলিল্লাহ।সেখানে ভীড় ছিলো বেশ! আমি আর একজন সালাত আদায় শুরু করি (ডোম অফ রকস এ সম্ভবত)।আমার কাছে জায়নামাজ ছিলো না।জায়নামাজ ছাড়াই সালাত আদায় শুরু করি। দীর্ঘক্ষণ সালাত আদায় করি!এবং সালাম ফিরানোর আগে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত তিলাওয়াত করি।
সালাত শেষে দেখি কেউ নেই সেখানে! সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখন! কিছুটা ভয় পাচ্ছিলাম একা!
অনুগ্রহপূর্বক এই স্বপ্নের ব্যাখ্যা জানাতেন যদি!
জাযাকাল্লাহু খাইরান!