ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাজের পর/বাসায় অনেক সময় দোয়ার আয়োজন করা হয় যেখানে জিলাপি/... খাবারের ব্যাবস্থা থাকে ।যদি এটাকে জরুরী বা সুন্নত দ্বারা প্রমাণিত মনে করা হয়,তাহলে এটা অবশ্যই বিদ'আত হবে।নতুবা বিদ'আত হবে না।
(২)
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে কাগুজে কলমে নাম সর্বস্ব কিছু ইসলামি ব্যাংক রয়েছে।
বা ইসলামি ব্যংকিং শাখা রয়েছে।আমাদের অনুসন্ধান মতে এ সমস্ত ইসলামি ব্যাংক সমূহ নাম সর্বস্ব-ই। তাদের শরীয়া বোর্ড শুধুমাত্র লোকদেখানো।তারা তাদের শরীয়া বোর্ডের পরামর্শ অনুযায়ী ব্যাংক পরিচালনা করে না বললে অত্তুক্তিও হবে না।হয়তো দুয়েকটি ব্যতিক্রমীও থাকতে পারে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
সুতরাং আমাদের জানামতে উক্ত First securiety Islami Bank এর সুদী সেক্টরে চাকুরী জায়েয হবে না।এবং চাকুরীজীবির হারাম টাকা থেকে কিছুইগ্রহণ করা যাবে না।যদি তারা কিছু দেয়,তাহলে সেটাকে সদকাহ করতে হবে।
(৩)
নামাযে কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন-
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।
হাদীসে বর্ণিত যে উল্টা পাল্টা সূরার কথা আপনি বলছেন,সেটা হল নফল নামাযের বিবরণ।