আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম

আমরা স্বামী স্ত্রী কানাডা থাকি আপাতত (আল্লাহ হিজরত সহজ করে দিন ও কবুল করুন। প্লীজ উস্তায দুআ করবেন)। এই দেশে ফিলিস্তিন ইস্যুতে সবাই রাস্তায় নামে প্ল্যাকার্ড নিয়ে। সাথে অনেক সময় বাদ্যযন্ত্র এবং নাচ গান থেকে। আর এগুলো সবই ছেলে মেয়ে মিক্সড গ্যাদারিং। আবার সাইলেন্ট প্রোটেস্টও কিছু জায়গায় থাকে যেখানে কোনো মিউজিক বা নাচ নাই।
১. আমরা স্বামী স্ত্রী যদি একসাথে প্রোটেস্ট এ যাই তা কি জায়েয কিনা? আমরা ছেলে মেয়ে একসাথে না থেকে নিজেরা একসাথে থাকবো আর কি। সাইলেন্ট প্রটেস্ট যদি পাই তাহলে মিক্সড অবস্থা থাকার পরও কি যাওয়া যাবে?

২. বিভিন্ন দেশ থেকে যে নৌকায় করে গাজার উদ্দেশ্যে যাওয়া হয়, সেখানে মুসলিম, কাফির, ছেলে, মেয়ে সবাই থাকে। আমরা কি যেতে পারি ওখানে?
এখানে, বলে রাখি, আমরা কোনো চেনা পরিচিত কেউ নই। আমাদের জমানো টাকাও নেই। আমরা কোনো অর্গানাইজেশন এর সাথেও যুক্ত নই। আমাদের কোনো বিপদ হলে কোথাও কারো কিছু যায় আসবেনা। (কিন্তু এইভাবে নিজেদের চিন্তা করাও কি উচিৎ কিনা যেখানে আমার ভাই বোনদের রক্ত প্রতিদিন ঝরতেসে?)
আমরা বয়কট করি আলহামদুলিল্লাহ। আর দুআ আর ডোনেশন সাধ্যমত আলহামদুলিল্লাহ। এর বাইরে আর কি করতে পারি? এভাবে কি পর পাওয়া যাবে হাশরের ময়দানের যখন জিজ্ঞাসিত হবো! আল্লাহ রহম করুন।

1 Answer

0 votes
by (705,360 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।(সূরা নিসা-৭৫)

হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1982

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ফ্রিমিক্সিং ও মিউজিক সম্বলিত পরিবেশে প্রতিবাদি সভাতে উপস্থিত হওয়া সাধারণত নাজায়েয ও হারাম। তবে যেহেতু কানাডার মত অমুসলিম দেশে মুসলমানদের সংখ্যা কম। এবং কানাডার মত দেশের সরকার ও জনগণকে ইসরায়েলের বর্বরোচিত হামলা সম্পর্কে অবগত করা সময়ের তাকাযায় বেশ গুরুত্বপূর্ণ। তাই লোকসংখ্যা বেশী দেখানোর উদ্দেশ্যে নারী পুরুষ সেই প্রতিবাদি সভায় উপস্থিত হওয়া যাবে। নারীরা অবশ্যই সম্পূর্ণ পর্দা রক্ষা করে পুরুষদের চেয়ে দূরে অবস্থান করবে। বিশেষত এতটুকু দূরে অবস্থান নেবে যেখানে পরপুরুষের সাথে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং মিউজিক কানে আসবে না।

(২) আপনি/আপনারা আপাতত গাজার মানুষদের জন্য খাবার সংগ্রহের কাজ করুন। তারা না খেয়ে মরছে। সুতরাং তাদের জন্য অর্থ সংগ্রহ করুন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...