আসসালামু আলাইকুম
আমরা স্বামী স্ত্রী কানাডা থাকি আপাতত (আল্লাহ হিজরত সহজ করে দিন ও কবুল করুন। প্লীজ উস্তায দুআ করবেন)। এই দেশে ফিলিস্তিন ইস্যুতে সবাই রাস্তায় নামে প্ল্যাকার্ড নিয়ে। সাথে অনেক সময় বাদ্যযন্ত্র এবং নাচ গান থেকে। আর এগুলো সবই ছেলে মেয়ে মিক্সড গ্যাদারিং। আবার সাইলেন্ট প্রোটেস্টও কিছু জায়গায় থাকে যেখানে কোনো মিউজিক বা নাচ নাই।
১. আমরা স্বামী স্ত্রী যদি একসাথে প্রোটেস্ট এ যাই তা কি জায়েয কিনা? আমরা ছেলে মেয়ে একসাথে না থেকে নিজেরা একসাথে থাকবো আর কি। সাইলেন্ট প্রটেস্ট যদি পাই তাহলে মিক্সড অবস্থা থাকার পরও কি যাওয়া যাবে?
২. বিভিন্ন দেশ থেকে যে নৌকায় করে গাজার উদ্দেশ্যে যাওয়া হয়, সেখানে মুসলিম, কাফির, ছেলে, মেয়ে সবাই থাকে। আমরা কি যেতে পারি ওখানে?
এখানে, বলে রাখি, আমরা কোনো চেনা পরিচিত কেউ নই। আমাদের জমানো টাকাও নেই। আমরা কোনো অর্গানাইজেশন এর সাথেও যুক্ত নই। আমাদের কোনো বিপদ হলে কোথাও কারো কিছু যায় আসবেনা। (কিন্তু এইভাবে নিজেদের চিন্তা করাও কি উচিৎ কিনা যেখানে আমার ভাই বোনদের রক্ত প্রতিদিন ঝরতেসে?)
আমরা বয়কট করি আলহামদুলিল্লাহ। আর দুআ আর ডোনেশন সাধ্যমত আলহামদুলিল্লাহ। এর বাইরে আর কি করতে পারি? এভাবে কি পর পাওয়া যাবে হাশরের ময়দানের যখন জিজ্ঞাসিত হবো! আল্লাহ রহম করুন।