আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।মেশিন লার্নিং(AI) ব্যবহার করে রিসার্চ করে আবহাওয়ার পূর্ভাবাস দেওয়া বা আরো কিছু রিসার্চ করা যা মানুষের উপকারে আসতে পারে এমন কিছু করা কি শিরক?ছেলে মেয়ে উভয় পড়লে কি শিরক হবে?
2।চাকরির প্রিপারেশনের জন্য এমন কিছু পড়া যাতে শিরক বা কুফরি আছে। ছেলে মেয়ে উভয় এসব পড়লে কি শিরক হবে?
৩।AI দিয়ে ফিউচারে এমন কিছু করতে পারে যারা মানুষের মত চিন্তা করতে পারে বা কিছু ভাবতে পারবে এমন কিছু আবিষ্কার হতে পারে বিশ্বাস করলে কি কুফরি হবে না জেনে এমন মানে আল্লাহর উপর অবিশ্বাস বা আল্লাহর সমকক্ষ চিন্তা না এমনিতে।
৪।চাকরিতে কোন ডিজাইন যেখানে প্রাণী, মানুষের ছবি আছে এসব সুন্দর হয়েছে,ঠিক আছে বা এই জিনিসটা এদিক হলে ভাল হত এমন বললে কি ঈমান চলে যাবে? হালাল না ভেবে এমনিতে।
৫।কোন সিভিতে ছেলে মেয়ের যে কারো ছবি এড করতে কোন ছবি এড করবে সিলেক্ট করে দেওয়া,সুন্দর হয়েছে বলা বা এটা এদিকে কর,এডিট কর এসব বললে কি ঈমান চলে যায়?
৬।ভবিষ্যতে ঠিক ভাবে চলার জন্য খাওয়ার জন্য চাকরি তহ করা লাগবে এমন বলা কি শিরক? আল্লাহ রিজিকের মালিক এটা জানে ও বিশ্বাস করে এমনিতে এমন বলা কি শিরক?