আসসালামু আলাইকুম
1)আমি কয়েকবছর আগে একজনকে যাকাত দিয়েছি, তিনি পীর ও মাজারের ভক্ত এবং তিনি নামাজ ও পরেন না। এক্ষেত্রে আমার যাকাত কি আদায় হয়েছে?
2)আমার আত্মীয়ের বাসায় একজনকে রেখেছেন কাজ করতে। তার সম্পূর্ণ ভরনপোষণ আমার আত্মীয় করে এবং তাকে আলাদা কোন বেতন দেয়া হয় না । তার মা মারা গেছে ও বাবা নিরুদ্দেশ,তার নির্দিষ্ট কোন অভিভাবক নেই, আমার আত্মীয়কেই তার অভিবাবক বলা চলে। একে যাকাত দিলে যাকাত আদায় হবে? যাকাতের টাকা আমার সেই আত্মীয় ঐ মেয়ের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছে যেন পরবর্তীতে তার বিয়ের সময় কাজে লাগাতে পারে এবং ঐ মেয়ে ও এই ব্যাপারে জানে ও সম্মত আছে ।
৩)বেকার ঋণগ্রস্ত আত্মীয়র যদি গ্রামে কিছু জমি থাকে, যা থেকে তার তেমন একটা আয় হয় না, অন্যদের থেকে সাহায্য নিয়ে কষ্ট করে সংসার চালাতে হয়। তাকে যাকাত দেয়া যাবে?
৪)যদি এসকল ক্ষেত্রে যাকাত পুনরায় আদায় করতে হয় , তাহলে যে বছর এ যাকাতগুলো আদায় করেছিলাম (তখনকার স্বর্ণমূল& যাকাতের উপর ভিত্তি করে ) তখন যত টাকা যাকাত দিয়েছিলাম সেই এমাউন্ট দিতে হবে নাকি বর্তমান স্বর্ণমূল ও যাকাতের হিসেবে নতুন করে হিসেব করে যাকাত দিতে হবে।