ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত ব্যক্তিকে গোসল করানোর সুন্নতি পদ্ধতি: গোসলের সময় মৃত ব্যক্তিকে চৌকি বা গোসলের খাটিয়ার উপর শোয়াতে হয়। তারপর পরনের কাপড় সরিয়ে পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় রাখতে হয়। এরপর হাতে কাপড় জড়িয়ে পেশাব-পায়খানার জায়গা পরিষ্কার করে নিতে হয়। এর অজু করাতে হয়। প্রথমে সমূদয় মুখমণ্ডল, পরে কনুই পর্যন্ত দুই হাত, তারপর মাথা মাসেহ্ করতে, অবশেষে দুই পা ধোয়াতে হয়। নাকে ও মুখে পানি দেয়ার দরকার নেই। তুলা ভিজিয়ে দাঁতের মাড়ি এবং নাকের ভেতর মুছে দেয় জায়িজ। গোসল ফরজ অবস্থায় এবং হায়েজ-নেফাস অবস্থায় মারা গেলে মুখে ও নাকে পানি পৌঁছানো জরুরি। পানি যেন ভেতরে না যায় সেজন্য নাক, মুখ ও কানে তুলা দিতে হয়। এরপর ধৌত করতে হয়। সাবান বা এ জাতীয় জিনিস ব্যবহার করা যায়। এরপর মৃত ব্যক্তিকে বাম কাত করে শুইয়ে বরই পাতা দিয়ে অল্প গরম করা পানি মাথা থেকে পা পর্যন্ত ঢালতে হয় এমনভাবে ডান কাত করে তিনবার পানি ঢালতে হয়। এরপর মৃত ব্যক্তিকে কোনো কিছুর উপর ঠেস দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিতে হবে। কোনো মল বের হলে তা পরিষ্কার করতে হবে। এজন্য পুনরায় অজু ও গোসল করানোর দরকার হবে না। পরে বাম কাত করে শুইয়ে কর্পূর মেশানো পানি ঢালতে হবে তিনবার। সবশেষে একটি কাপড় দিয়ে সারা শরীর মুছে দিতে হয়। মৃতকে গোসল দেয়ার এটাই মাসনূন বা সুন্নাতি পদ্ধতি। [দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন, বাংলা, পৃষ্ঠা-২৮৪] এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/23712
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) মৃত ব্যক্তি (মহিলাদের) গোসল দেওয়ার নিয়ম পুরুষদের মতই। উপরে বর্ণিত হয়েছে।
(২) মায়ের মৃত্যুতে মেয়েদের জন্য করণীয় হল, কান্না না করে বরং ঈসালে সওয়াবের ব্যবস্থা করা। কুরআন তিলাওয়াত ও নেক কাজের দ্বারা ঈসালে সওয়াব করা। মেয়েরাও গোসল দিতে পারবে।
(৩) বাবার মৃত্যুতেও মেয়েদের একই করণীয়।
বাবা/মায়ের মৃত্যুর সময় থেকে দাফনের পর মেয়েরা সকল প্রকার নেক কাজ করবে এবং মাতাপিতাকে সওয়াব পৌছানোর নিয়ত অন্তরে রাখবে।
(৪) মৃত্যু ব্যক্তির পাশে কুরআন বা সুরা ইয়াসিন তিলাওয়াত করা যাবে না। তবে অন্য রুমে করা যাবে।
(৫) মৃত্যশয়ী ব্যক্তির (অর্থাৎ কঠিন অসুস্থ ব্যক্তি) পাশে বসে কুরআন তিলাওয়াত করা এবং নেককাজ করে তার রোগমুক্তির জন্য দু'আ করা উচিত।