আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
8 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (25 points)
আসসালামু আলাইকুম। আপনাদের কথা অনুযায়ী হাজবেন্ড থেকে তালাক চাই । ও সহজে আমাকে দেইনি অনেক বলার পর দিসে । তবে যখন চাইছি তখন msg a লিখে দিসে । Ami tmk talak dilam . Ekbar likhe Baki 2 bar copy paste korse . কিন্তু আবার আমি আবার বলি কয়েকদিন পর তখন বলে Apni talak , tmi talak Fatima . কিন্তু আমার ওর প্রতি সন্দেহ থেকে যায় কারণ আমি ওকে যতটুকু চিনেছি ও অনেক cheat করসে আমার সাথে ও এত সহজে ছেড়ে দিচ্ছে তাই বার বার জিজ্ঞেস করি তুমি টাইপ করে দিচ্ছ নাকি অন্য কেও । তবে ও বলে আমি এ দিচ্ছি কসম। কিন্তু ও কসম করে আমাকে এর আগেও অনেক অনেক মিথ্যা বলেছে। যায় হোক কয়েকদিন পর আবার বলি তখন ও আমাকে আবার বলে যে tmk talak dilam, apnak talak dilam .tmi talak . ও বার বার এটাই বলে যে ও সব লিখসে নিজে বার বার kosom করে কিন্তু আমার ভিতরে ভয় রয়ে গেছে । আমার প্রশ্ন হলো cpy paste korle ki talak hoi? Ar aivave short form a ki hbe ? Jodi niyot na thake husband er. তবে ও আমার সাথে একদম ই আর কথা বলে না ও বার বের বলে তালাক হয় গেছে । তবে কয়েকবার কল এ ও আমাকে বলছে তালাক দিলাম এইভাবে

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...