আসসালামু আলাইকুম। আপনাদের কথা অনুযায়ী হাজবেন্ড থেকে তালাক চাই । ও সহজে আমাকে দেইনি অনেক বলার পর দিসে । তবে যখন চাইছি তখন msg a লিখে দিসে । Ami tmk talak dilam . Ekbar likhe Baki 2 bar copy paste korse . কিন্তু আবার আমি আবার বলি কয়েকদিন পর তখন বলে Apni talak , tmi talak Fatima . কিন্তু আমার ওর প্রতি সন্দেহ থেকে যায় কারণ আমি ওকে যতটুকু চিনেছি ও অনেক cheat করসে আমার সাথে ও এত সহজে ছেড়ে দিচ্ছে তাই বার বার জিজ্ঞেস করি তুমি টাইপ করে দিচ্ছ নাকি অন্য কেও । তবে ও বলে আমি এ দিচ্ছি কসম। কিন্তু ও কসম করে আমাকে এর আগেও অনেক অনেক মিথ্যা বলেছে। যায় হোক কয়েকদিন পর আবার বলি তখন ও আমাকে আবার বলে যে tmk talak dilam, apnak talak dilam .tmi talak . ও বার বার এটাই বলে যে ও সব লিখসে নিজে বার বার kosom করে কিন্তু আমার ভিতরে ভয় রয়ে গেছে । আমার প্রশ্ন হলো cpy paste korle ki talak hoi? Ar aivave short form a ki hbe ? Jodi niyot na thake husband er. তবে ও আমার সাথে একদম ই আর কথা বলে না ও বার বের বলে তালাক হয় গেছে । তবে কয়েকবার কল এ ও আমাকে বলছে তালাক দিলাম এইভাবে