আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ!
একজন বোনের ২য় বিয়ে হয়েছে। উনার স্বামী উনাকে শর্ত দিয়েছিলেন যে, যদি তিনি পূর্বের স্বামীর সাথে কথা বলেন তাহলে তালাক হয়ে যাবে। এখন ওই বোন পূর্বের স্বামীর সাথে কথা বলেছেন এখানে তো এক তালাকে রজঈ পতিত হয়েছে। এখন যদি তিনি স্বামীকে না জানান যে তিনি কথা বলেছেন আর উনাদের মধ্যে স্বামী-স্ত্রীসূলভ আচরণ হয় তাহিলে কি স্ত্রীকে ফিরিয়ে নেয়া হবে? তালাকটা বাতিল হবে?