আসসালামু আলাইকুম। একটা বিষয়ের এস্তেখারা করছিলাম। কাজটা করা উচিত নাকি উচিত না। এখানে কিছু পর্দার বিষয় ও আছে। আবার কাজটা নেকির কাজ।
স্বপ্নে দেখলাম, ফজরের কিছুক্ষণ আগে,আমি আমার পরিচিত একজন স্যারের সাথে কথা বলছি, কনভারসেশন করছি বিভিন্ন বিষয়ে,উনি অবশ্যই আমার নন মাহরাম। কিন্তু উনি খুব ফ্রেন্ডলি আমার সাথে কথা বলছেন। আমিও খুব খুশি মনে ওনার সাথে কথা বলছি। (আল্লাহ মাফ করুক)
উল্লেখ্য যে, আমার স্বামীর সঙ্গে সঙ্গে, আমার বিভিন্ন বিষয়ে খুব সহজেই ঝামেলা তৈরি হয়ে যায়, এবং ইস্তেখারা ছাড়া বা ইস্তেখার সময়ে কখনোই আমার স্বামীকে আমি কখনো স্বপ্নে দেখিনা, নন মহরম মানুষদেরকে /অপরিচিত কাউকে স্বপ্নে দেখি।
স্বপ্নটা কি মিন করে? কোন পজেটিভ বা নেগেটিভ ইঙ্গিত কি বহন করে উপরের স্বপ্নটা? (উল্লেখ্য যে আগে আমাকে অনেক বেশি পুরুষ ঘটিত পরিবেশে থাকতে হয়েছিল,যদিও আমি পর্দা করার চেষ্টা করতাম ।
কয়েকদিন আগে এমনি দুপুর বেলা ঘুমিয়ে ছিলাম, অজু ছিলনা, বাম কাতে ঘুমিয়ে ছিলাম, স্বপ্নে দেখলাম একজন খুব সুঠাম দেহের (স্বপ্নে একজন মহিলা মনে হয়) উনি খুব করে চাচ্ছেন, আমার চেহারার বিকৃতি ঘটাতে, ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন শরীরের বিভিন্ন অংশ , আমি এক ব্লেড ফেলে দিলে ওনি আর একটা ব্লেড নিচ্ছেন। উনি চাচ্ছেন না আমার বিয়ে হোক(উল্লেখ্য আমি বিবাহিত , ৫+ বছরের বাচ্চা আছে)। উনি, আমার সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন।।বিভিন্ন ভাবে আমাকে চোখে চোখে রাখছেন । স্বপ্নটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই।অনেক বেশি বাস্তব মনে হয়েছে স্বপ্নটা।যদিও বাম কাতে শুয়েছিলাম । এটা কি আসলেই শয়তানের ধোকা নাকি অন্য কিছু, স্বপ্নটা তে মিন করে?