আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক আত্মীয় আমাকে বক্সিস দিয়েছিলো *০০ টাকা। আমি টাকা টা নিয়েছি তবে জানি যে তিনি সুদী ব্যাংকে চাকরি করে, তার টাকাটা হারাম। তাই সেই টাকা টি আমি ব্যবহার করি নি। নিয়ে ফেলে রেখেছি। আমার এক বান্ধবী খুব কষ্ট করে টিউশনি করে ইনকাম করে চলে। নিজের কষ্টের টাকায় জাগতিক পড়াশোনা ও করে দ্বীনি পড়াশোনা ও করে (IOM)। পরিবার মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত তবে দ্বীনি ইলম অর্জনে কোনো প্রকার আর্থিক সাহায্য করে না।হয়তো টাকা থাকলে করতো। একটা ইসলামিক সিরাত সেমিনারে মেয়েটার যাওয়ার ইচ্ছে। তবে বর্তমানে রেজিষ্ট্রেশন ফি দেয়ার টাকা নেই তার কাছে। আমি যদি সেই ফেলে রাখা হারাম টাকা টা সওয়াবের নিয়ত ছাড়া তাকে সেমিনারের রেজিষ্ট্রেশন ফি দেয়ার জন্য দিয়ে দেই, আমি কি তবে গুনাহগার হবো? টাকাটার সোর্স না জানিয়েই দিতে চাচ্ছি। দেয়া কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তবে মেয়েটাকে যাকাতের টাকা থেকে সেমিনার ফি দেয়া যাবে কি?