আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।দ্বিতীয় বিবাহ শরীয়তে জায়েজ,অনেক শর্ত আছে।বর্তমানে দ্বিতীয় বিবাহ করলে বেশিরভাগ মানুষ প্রথম স্ত্রীকে কম ভালবাসে।আরে অনেক কিছু।এজন্য কেউ যদি বলে বাংংলাদেশের এটা ভাল করেছে একসাথে ২টা বিয়ে বা স্ত্রীর অনুমতি ব্যাতিত বিয়ে রাখে নাই।আরো যদি বলে মানুষ ফরজ পালন করে না ৪টা বিয়ে জায়েজ এটা নিয়ে বেশি লাফায় পুরুষ মানুষ,ধর্ম বলতে এটাই বুঝে।ইসলামকে কটুক্তি করা না এমনিতে বর্তমান পরিস্থিতির কথা ভেবে পুরুষের এমন বললে কি গুণাহ হবে বা ঈমানে সমস্যা হবে?