আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। উস্তাদ, আমি জানতে চাচ্ছি কাউকে জোর করে কাতুকুতু বা সুড়সুড়ি দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? আমাদের সমাজে এটা একটা প্রচলিত বিষয়। কিন্তু আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এবং অভদ্রতা মনে হয়। কয়েকটা ক্ষেত্র উল্লেখ করছি। কোন ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কেমন, অনুগ্রহ করে জানাবেন।
১. শিশুকে কাতুকুতু দেওয়া যখন সে আনন্দ পায় এবং আবারো এমনটা করা হোক, সেই আগ্রহ রাখে।
২. শিশুকে কাতুকুতু দেওয়া যখন সে অটো রিয়েকশনের কারণে হয়তো হাসছে কিন্তু তার কষ্ট হচ্ছে। শিশু নিজে অথবা শিশুর বাবা-মা চাচ্ছে না তার সাথে এমনটা করা হোক।
৩. কোনো বালেগা নারী/পুরুষ অপর বালেগা নারী/পুরুষের শরীরের স্পর্শকাতর জায়গায় কাতুকুতু দেওয়া (কেননা কাতুকুতু তো কেবল স্পর্শকাতর জায়গাতেই অনুভূত হয়। যেমন: বগল, পেট, পায়ের তালু ইত্যাদি।) সে ব্যক্তি সন্তুষ্ট থাকলে শরীয়তের নির্দেশনা কেমন হবে এবং সন্তুষ্ট না থাকলে কেমন হবে?
৪. স্বামীর যদি এমন কাতুকুতু দেওয়ার বদ অভ্যাস থাকে এবং স্ত্রী যদি তাতে বিরক্তি ও কষ্ট বোধ করে, অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর জন্য এমন আচরণ করা কি জায়েজ হবে? (শরীয়তের স্পষ্ট নির্দেশনা জানলে তিনি হয়তো বিরত হবেন। এজন্য জায়েজ/নাজায়েজ জানতে চাচ্ছি।)
৫. কাউকে কাতুকুতু দেওয়া, মুআশারাতের দিক থেকে এটি কেমন আচরণ? গ্রহণযোগ্য নাকি নিন্দনীয়? নিজেকে যাচাই করার জন্য জানতে চাচ্ছি। এটা কি আসলেই ম্যানারলেস আচরণ না কি আমারই বাড়াবাড়ি ও কঠোরতা?
জাযাকুমুল্লাহু খইরান ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।