আমার এক আত্নীয় উনার স্ত্রীর নরমাল ডেলিভারি হওয়ার কোনো আমল আছে কি না জানার জন্য সিলেটের একজন ভালো আলেমের কাছে যান।উনি অনেক বিজ্ঞ আলেম,পরিচিত।উনি পানি ভাঙার সময় খাওয়ার জন্য পানিতে ফুঁ দিয়ে এক বোতল পানি পড়ে দেন এবং গুড় পড়ে দেন।আবার উনি একটি তাবিজ দেন যা কি না ডেলিভারির পেইন উঠলে পায়ে পড়িয়ে দিতে বলেন।অই তাবিজে কোনো কুফরি কালাম নেই এটা চেক করা হয়েছে।এখন এই তাবিজ ব্যবহার করা যাবে কি না?এটা কি জায়েজ হবে নাকি ব্যবহার করা অনুত্তম?