আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
edited by
https://ifatwa.info/124624/

নামাজ ও পড়ে হানাফি নিয়মে পড়ে হয়ত কারণ আমার জানা মতে হানাফি,বিয়েও বাসায় না জানিয়ে করেছিলাম এখন মেনে নিছে।আমি বাবার বাড়িতে থাকি ফোনে কথা হয় আর মাঝে মাঝে দেখা করি।কিন্তু সে এমন যে আমার কোন কথায় শুনে না সে যেটা বুঝে ।ইসলাম নিয়ে তার গভির জ্ঞান নেই। মাজহাব কেন মানতে হবে কিছু জানে না সেটা উপরে প্রশ্নেও বলেছি। আমার ও আগে এসব নিয়ে ধারণা ছিল না তেমন একটা ।তাকে বুঝাতে চাইলে বলে ৫ ওয়াক্ত নামাজ পড়।আল্লাহর কাছে মাফ চাইলে সবাইকে মাফ করে দিবে।তুমি কত বড় পাপি এর চাইতেও বড় পাপিদের আল্লাহ মাফ করে দিছে।আমার মনে হচ্ছে সে বুঝবে না।আমি বলেছি তাকে কাকড়া খাওয়া জায়েজ না,অনেক মৌলবি বলে জায়েজ।সে শেফ হতে চায়।জানি না সে শুনবে কিনা।এমন কিছু মাসআলা আছে যেগুলোর নিয়ে আলাদা নিয়ম সেগুলো আমি কিভাবে ওকে  বুঝাব জানি না।সে তার মত যার ওয়াজ ভাল লাগে শুনে যেগুলো হানাফি না, কিছু না বুঝে শুনে ভাল লাগে তাই বলে।আমি তাকে খুব ভালবাসি।আরো এমন অনেক কিছু আছে সে জানেও না এগুলো শিরকি/কুফরি  কথা যেগুলো সমাজে প্রায়শই সবাই বলে সেগুলো বলে।আমি শুধু বলি এসব বলিও না  ।বিস্তারিত বলার সাহস হয় না কারণ সে খুব বেশি খামখেয়ালি করে আমার কথা,মানে আমি বললে হয়ত ২০% ও শুনবে না, বুঝে না এসব কথা যদি সে যাদের ওয়াজ শুনে তারা বলে তাহলে শুনবে।আমি কোন লিখা দেখালেও হবে না যতটুকু জানি। সে যখন নামাজ পড়ে তখন বলে তওবা করে,নামাজ নিয়মিত না।আমিও আগে তেমন বিস্তারিত কিছু জানতাম না।জানি না কত কিছু হয়েছে কিনা খুব ভয়ে থাকি আগের কথাবার্তা নিয়ে ঈমান নিয়ে।এখনো বিস্তারিত জানি না কিভাবে কি করতে হবে।তাকে মাজহাব,বিয়ে নবায়ন এসব নিয়ে বলতে গেলে বলে প্রমাণ দেখাও হাদিসে কোরআনে।

১) আমি কিছু বললে শুনবে না।সে তার মত মাফ চাইলে হবে যখন নামাজ পড়ে?

২)চিন্তায় থাকি ভবিষ্যতে কোনদিন বিবাহ নবায়নের কথা বললেও শুনবে না সে কারণ জানে না। পরে একবার বলার চেষ্টা করেছিলাম সে রেগে গিয়েছিল বলে প্রমাণ দেখাও কোন হাদিস আর কোরআনে আছে।ইসলাম মানি ও ভয় করি।তাকে দেখায় ফাতওয়াতে শামি তে আছে আরো লেকচার দেখায় মুস্তাকুন্নবী হুজুরের 2 মিনিটের।সে বলে হাদিস দেখাও কোন নির্ভরযোগ্য প্রমাণ দেখাও এসব নিয়ে বাড়াবাড়ি হয় আমি আর কিছু বলি নি বলেছি আর বলিও না।বাড়াবাড়ি আর দি নাই। পরে বলে  দ্বীন নিয়ে কোন কম্প্রোমাইজ নাই আমার।তাহেরি মার্কা কথা বলবে না আমার সাথে।আরো অনেক কথা এসব নিয়ে। আল্লাহ না করুক ভবিষ্যতে  যদি  দুইজনের কারে ঈমান ভঙ্গের কারণ হয়। সে ক্ষেত্রে স্বামীকে বলা না গেলে বা না বললে এমনিতে ঈমান নবায়ন ও তওবা করলে কি হবে(শুধু জেনে রাখার চেষ্টা)?

৩)আমার কি কোন গুণাহ হবে এসব বিষয়ে কিছু না বলে শুধু দোয়া করলে?আমি খুব ভয়ে থাকি ঈমান ও বিয়ে নিয়ে।

৪) আল্লাহ জানে সে ৬ টা বিশুদ্ধ  হাদিস কিতাব নিয়ে জানে কিনা নাকি শুধু বুখারি শরীফের হাদিসকে সহিহ ভাবে।আল্লাহ জানে।আমার খুব ভয় হয় এসব নিয়ে।পরে এমনিতে বলেছে জানে।

1 Answer

0 votes
by (705,360 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻚَ ﺇِﻻَّ ﺭِﺟَﺎﻻً ﻧُّﻮﺣِﻲ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﺍْ ﺃَﻫْﻞَ ﺍﻟﺬِّﻛْﺮِ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﻻَ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের জানা না থাকে। (সূরা নাহল-৪৩)
এই জিজ্ঞাসা এবং সে অনুযায়ী আ'মল করা এর নামই মাযহাব।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/402

যে কোনো একটি মাযহাবকে ফলো করা ওয়াজিব।উক্ত মাযহাবের কোনো ব্যক্তিবিশেষকে ফলো করা ওয়াজিব নয়। তবে প্রবৃত্তির অনুসরণ বা নিজের সুবিধা অর্জনের লক্ষে বিভিন্ন জনের নিকট মাস'আলা জিজ্ঞাসা করা কখনো জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/56227

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার স্বামীকে বুঝাবেন, তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করবেন। তাকে একা ছেড়ে না দিয়ে বরং নরমভাবে তাকে বুঝানোর চেষ্টা করুন, এবং আল্লাহর কাছে দু'আ করুন। আল্লাহ উত্তম সমাধানকারী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...