আমি একটা সরকারি চাকরি করি, আমার স্ত্রী আমার সাথে ভালো সম্পর্ক ছিল, তিনিও একটা চাকরি করে, চাকরির সুবাদে তিনি অনেক পুরুষের সাথে কথা বার্তা, মিটিং, চলাফেরা করতে হয়, সঙ্গত কারণে এগুলো আমার ভালো লাগে না, পছন্দ করিনা, তাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে সে ছাড়বে না, মোবাইল ব্যাবহার করে সারাদিন, একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখাই যে চাকরি করবা না সংসার,সে চাকরি ছাড়বে না, সংসার ছেড়ে দিবে,,, একপর্যায়ে জানতে পারি সে অন্য ছেলের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠেছে,এটা জানার পর তাকে রাগ দেখাই ,বকাঝকা করি, একদিন রাগ করে বাসা থেকে বের হয়ে চলে গেলো,আর বাসায় আসে না, ওখানে থেকে অফিস করে, অনেক চেষ্টা করেছি আনার জন্য পারিনি, পরিশেষে ডিভোর্স লেটার পাঠিয়েছে,,২বছর ৮ মাস হলো,,
আমার জানার ইচ্ছে যে, মহিলা কর্তৃক যে তালাক নামা দেওয়া হয় বাংলাদেশ আইন অনুযায়ী কাবিন নামার ১৮ কলামের ,, ক্ষমতা বলে, সেটা কতটুকু সঠিক,
আমি কাবিন নামায় স্বাক্ষর করছি একটা জায়গায়,আর ১৮কলাম সম্পর্কে জানিনা,, আমাকে কাজী রেজিস্ট্রার দেয় স্বাক্ষর করতে একটা করে দেই,, আমাদের দুজনের কেউ জানি না,কাজী বলেনাই যে, যে তালাকের ক্ষমতা অর্পণ করছি,, এমন কিছু,,
১৮নং কলামে কি আছে জানি না,,
এখন স্ত্রী যদি তালক নামা দেয় তাহলে কি তালাক হয়ে যাবে,