আসসালামু আলাইকুম
রাস্তার পাশে যে সিদ্ধ ডিম বিক্রি করা হয় তা কি খাওয়া যায় ? কারণ এক্ষেত্রে তো দেখা যায় যে ডিম তারা ধোয় না । ফলে দেখা যায় যে ভেজা নাপাক ডিম তারা হাত দিয়ে খোসা ছাড়িয়ে দিচ্ছে এবং এতে তো ডিম খোসা ছাড়ানোর পর তাতে নাপাক পানি লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে এমন ক্ষেত্রে কি ওই ডিম খাওয়া নাজায়েজ হয়ে যায় এবং এতদিন যে খেয়ে এসেছি তা কি নাপাক খাবার খেয়ে এসেছি ?