আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) আমার বাচ্চার কিছুদিন আগে ডায়রিয়া হয়েছিল। একদিন সকালে বাবু পটি করে ফেলে আর সামান্য পটি বালিশের কভারেও লেগেছিল। আমি সেটা ওদিনই ধুই নি। কভার খুলে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। কিছুদিন পর সেটা ধুতে গিয়ে দেখি সেই পটির দাগ টা খুজে পাচ্ছিলাম না। একটা জায়গা সন্দেহ হয় কিন্তু পানিতে ভেজানোর পর সেই দাগ চিন্হিত করা কঠিন হয়ে যায় পরে সটা সাবান দিয়ে ঘষে ধুয়েছি পুরো কভারটা। তারপর বিছানার চাদর এর সাথে ওয়াশিং মেশিন এ দিয়েছি। ওয়াশিং মেশিন ৩ বার নতুন পানি নিয়ে ধোয় তাই এটাও চাদরের সাথে দিয়েছিলাম। ধোয়ার পর কাপড় মেলার সময় চেক করে দেখি একটা জায়গা কেমন দাগ দাগ। মনে হচ্ছে পটিরই দাগ। এখন কভার সহ চাদরও কি নাপাক হিসেবে ধরবো? কাপড় মেলার সময় আমার পরনের কাপড়ের সাথে ও টাচ লাগে। এখন আমার হাত, পরনের কাপড় সবই কি নাপাক হয়ে গেছে?
২) আমাদের বাসার কাজ করেন যিনি উনি পাক নাপাক মেনে চলে না। বাথরুমে কাপড় ধুয়ে পানি কমোডে এমনভাবে ফেলে যে পানির ছিটা বদনাতে এসে পরে এছাড়া আরও অনেক কিছু করে। এখন উনি রুমের যেসব জিনিস টাচ করে, কাপড় ধরে, যে জায়গায় হাত দেয়, রুম,বাথরুম এর সুইচ সবই কি নাপাক ধরতে হবে?
৩) কোনো জিনিসে নাপাক পানি লেগে শুকিয়ে গেছে। এখন ওই জায়গায় ভেজা হাত বা ভেজা কাপড় টাচ লাগলে হাত,কাপড় কি নাপাক হবে?
৪)হুরমতে মুসাহারাত নিয়ে প্রশ্ন
উত্তেজনা এসেছে তবে ক্বলব কেঁপে উঠেনি মেয়েদের ক্ষেত্রে। তাহলে এখানে হুরমত মুসাহারাত হয়েছে কি?