আসসালামু আলাইকুম,
আমার হাত তোলা মোনাজাত এর চেয়ে সিজদাহ্ দিয়ে মোনাজাত বা দোয়া করে বেশি শান্তি পাই, মজা পাই।তাই আমি আমি নামাজের সিজদাহ্ ব্যাতিত ও সিজদাহ্ দিয়ে দোয়া করি।
এইটা কী জায়েজ?
সেদিন মসজিদে একজন বল্ল, যেহেতু নবী সাঃ করেছেন কিনা তা প্রমাণিত নয়,তাই করা উচিৎ হবে না।
অনুগ্রহ পূর্বক জানাবেন.....
আমি নিম্ন ২টি হাদীস পেয়েছি কিন্তু হাদীস সমূহে স্পষ্ট না,নামাজের সিজদাহ্ অথবা নামাজ ব্যাতিত সিজদাহ্ তা,
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়, যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো।’ -(মুসলিম, হাদিস : ৪৮২)
রাবিআহ ইবনে কব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাত যাপন করতাম। একদা আমি তাঁর অজু ও ইসতেঞ্জা করার জন্য পানি আনলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসুলুল্লাহ (সা.) বলেন, ওটা ছাড়া আর কিছু চাও কি? আমি বললাম, এটাই চাই। রাসুলুল্লাহ (সা.) বললেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। ’ (মুসলিম, হাদিস : ৪৮৯)
তাছাড়া আমরা সবাই জানি,
রাসুলুল্লাহ (সা.) খুশীর খবর শুনে সিজদাহ্ দিতেন।