আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
সাদাস্রাব যদি পিরিয়ড সময় ব্যতীত নরমালি দিনগুলোতে বের হয়। উদাহরণ ফজর এর জন্য অজু করলে ইশরাক পড়ার আগেই স্রাব চলে আসে অথবা তাহাজ্জুদ এর জন্য অজু করলে ফজর পড়ার আগেই স্রাব চলে আসে।অন্য ওয়াক্তের ক্ষেত্রে একই অবস্থা।
এক্ষেত্রে ওজুর বিধান কি? বারবার অজু করতে হবে নাকি সালাত পড়া যাবে?