আসসালামু 'আলাইকুম। পুরোনো সোনার গহনা বিক্রি করে নতুন কেনা হয়েছে। বিক্রির টাকা হস্তগত হয় নি, বরং মুখে মুখে হয়েছে। এরকম যে, পুরোনো গহনা বিক্রি বাবদ যা আসে নতুন গহনার অতিরিক্ত মূল্য থেকে তা মাইনাস করা হয়েছে। অতঃপর অতিরিক্ত মূল্য নগদে পরিশোধ করা হয়েছে। এটা কি জায়েয হবে না?
২. কিছু টাকা জমা দিয়ে বাকি টাকা আস্তে আস্তে পরিশোধ করার শর্তে স্বর্ণ ক্রয় করা জায়েয হবে কি না জানাবেন।
জাযাকুমুল্লাহু খাইরা।