আস সালামু আলাইকুম,
আস সালামু আলাইকুম, AI দিয়ে তৈড়ি করা ভয়েজ, যেখানে একজন নারী এবং একজন পুরুষের কন্ঠ। আমি নারী কন্ঠকে যদি আবারো AI বা ভয়েজ ইডিটিং এর মাধ্যমে পুরুষ কন্ঠে রূপান্তর করি যার ফলে উভয় কন্ঠই পুরুষের কন্ঠ হবে। এমন ভয়েজ প্রচারে কি ইসলামের নিষেদ্ধাজ্ঞা আছে? এটি কি জায়েজ হবে, যেহেতু এখানে নারী কণ্ঠের উপস্থিতি নেই বা থাকবে না? উভয় কন্ঠই এখন পুরুষের।