আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।আমি পর্দা করি আলহামদুলিল্লাহ +মাহরাম নন মাহরাম মেনে চলি।পরিবারে আমার বিয়ের কথা চলছে এক ইমামের সাথে ওনি এখনো স্টুডেন্ট পাশাপাশি ইমামতি করছেন ।এখন ওনার সাথে কুফুর কিছুটা অমিল আছে ।ওনাদের বাড়ি ঘর তেমন ভালো না ।আর আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি ।গ্রামে আমাদের নিজস্ব বাড়ি নেই ।আমি আজকে ইস্তেখারার দোয়া পড়ে ফজরের পর ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম অচেনা এক বাড়িতে যাচ্ছি আমার সাথে আরো কয়েকজন আছে কিন্তু কার বাড়িতে গেলাম চিনি না ।
[আমাদের পক্ষ থেকে ছেলের বাড়িঘর দেখা হইছে ]
এখন এটা কি ইস্তেখারার কোনো ফলাফল ।
আর যদি না হয় এখন আমার কি করনীয় জানাবেন ইনশাআল্লাহ ।জাযাকাল্লাহু খ্বইর।