আসসালামু আলাইকুম
আমার সহকর্মী যারা হারাম ইনকামে জড়িত তারা অনেকসময় জোর করে আমাকে খাওয়ায়, মাঝেমধ্যে কিছু কিনে বাসায় দিয়ে আসে।
আমি জোর করলে বলবে এগুলো আমার হালাল ইনকামের টাকা দিয়ে কিনা। একপ্রকার বাধ্য হয়েই খেতে হয়। এরচেয়ে বেশি জোর করলে সম্পর্ক নষ্ট হওয়ার এবং অফিসের কর্মপরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি কি করতে পারি? দয়া করে পরামর্শ দিবেন।