আসসালামু আলাইকুম
আমার বেশ পুরনো একটা ফ্র্যান্ড সার্কেল আছে, ওখানে আমরা ৪ জন পর্দা করি বাকি বেশ কয়েকজন করেনা।সবাই যখন ছুটিতে বাসায় যাই ওরা একসাথে রেস্টুরেন্ট+বাইরে ঘুরার প্ল্যান করে।
১)আমার প্রশ্ন হচ্ছে যেহেতু ওখানে বেপর্দা অনেকে আছে আমার কি এমন জায়গায় যাওয়া জায়েজ হবে?
২)আর যেহেতু অনেক ছোট বেলার সার্কেল ওদের সাথে বের না হলে ওরা খারাপ ভাবে নেয়।আমি কি সার্কেল থেকে বের হয়ে যাব?
৩)দ্বীনি সার্কেল নেই,বেশ একা লাগে তাই।কি করবো?