আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ উস্তাদ
ইসলামি ব্যাংক থেকে আমাদের যে লাভের টাকা দেওয়া হয় ঐ টাকা কি খাওয়া যাবে, আমার মহরের টাকা আমি কোন কাজে লাগাতে পারি নাই তাই ইসলামি ব্যাংক এ রেখে দিয়েছিলাম আবার আমার কিছু স্বর্ন ছিলো তাই আমার যাকাত আসতো আমার কাছে মহরের টাকা ছায়া আর কোন টাকা ছিলো না তাই আমি ব্যাংক থেকে আমাকে যে লাভের টাকা দিতো ঐ টাকা দিয়ে যাকাত দিতাম,, ব্যাংক থেকে আমাদের বলেচে ইসলামি ব্যাংক এর লাভের টাকা খাওয়া যাবে,, এটা কতটুকু সত্য,,,?
আশা করচি উওর টা পাব ইন শা আল্লাহ। জাযাকাল্লাহু খইরন।