https://ifatwa.info/125738/
(হুজুর এই লিংকটাতে আমার গতকালের প্রশ্ন এবং উত্তর আছে দয়া করে আমার নিম্নোক্ত লেখা অনুযায়ী আরেকটু বিস্তারিতভাবে বলবেন হুজুর)
হুজুর ছবি আছে দেখলাম মানুষের ( রিয়েল টাইম ইমেজ নাকি এ আই দিয়ে বানানো ইমেজ বলতে পারছি না)। এখন আমাকে কি ইনস্ট্যান্ট চাকরিটা ছেড়ে দিতে হবে নাকি একটু সুযোগের অপেক্ষায় থেকে অফিস কর্তৃপক্ষকে বলে কাজটা চেঞ্জ করে নিতে পারব। চাকরিটা খুবই বিপদে পড়ে করতেছিলাম। আমার মনে হচ্ছে কাজ চেঞ্জ করা যাবে বা চেঞ্জ হয়ে আবার এমনি ওয়েব পেজ লেখালেখির কাজ ই দিবে। এখন আমি কি একটু অপেক্ষা করতে পারব, দয়া করে উত্তর দিবেন হুজুর