اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه
আমার এক পরিচিত বান্ধবী তার মহল্লায় World Vision এর কার্যক্রম হয়। তো সে নিজেও সেখানকার সদস্য।
ওর এলাকার এক দরিদ্র পরিবারে একজন অসুস্থ থাকায় World Vision অর্থসহায়তা করে। ৫০ হাজার টাকা। তো এই টাকা আমার বান্ধবীর মাধ্যমে দরিদ্র পরিবারটিকে দেয়া হয়। তারা খুশি হয়ে আমার বান্ধবীকে ১০০০ টাকা হাদিয়া দেয়। আর সে টাকা দিয়ে উনারা চিকিৎসা করেন।
১. এখন দুই পরিবারই মুসলিম, তারা অনুতপ্ত World Vision সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এবং বিপদের সময়ে অর্থ সহায়তা নিতে বাধ্যই হয়। কিন্তু এখন তারা কি করতে পারে? টাকা ফেরত দেয়ার এবিলিটি নেই, সিস্টেমও বোধয় নেই। কিভাবে এর কাফফারা আদায় করবে?
২. আর আমার বান্ধবী যে হাদিয়া পেয়েছে সেটা টাকা কিভাবে ব্যয় করলে গুনাহ্ হবে না বা কি করা উত্তম হবে?