একজন সৎ সরকারি কর্মকর্তা অনিচ্ছা সত্ত্বেও কিছু ঘুষের টাকার ভাগ নিতে বাধ্য হয়ে থাকে এবং পরবর্তীতে সেই টাকা সওয়াব এর নিয়ত ব্যতীত অসুস্থ দুস্থ মানুষ কে দিয়ে দেয়।
এখন প্রশ্ন হলো সে কি সেই টাকা থেকে কিছু টাকা তার অসুস্থ শ্বশুর শাশুড়ী-কে দিতে পারবে? চিকিৎসা খরচ চালাতে গিয়ে তারা অনেক ঋনগ্রস্থ হয়েছে। তাতে কি অই সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রীর কোনো গুনাহ হবে?
উল্লেখ্য, তাদের( শ্বশুর শ্বাশুড়ি) বড় ছেলে বীমা কোম্পানিতে চাকরি করেন এবং পরিবারের ব্যয় অল্প কিছু নির্বাহ করেন৷