السلام عليكم ورحمة الله و بركاته
অমুসলিম নারীর সামনে তো পর্দা বাধ্যতামূলক। এমতাবস্থায় অমুসলিম নার্সের কাছে সন্তান জন্ম দেয়া বা অন্যান্য সেবা নেয়ার বিষয়ে শারীআতের বিধান কী হবে শাইখ?
আমি কাল রাতে স্বপ্ন দেখেছি আমি আর আমার স্বামী খুব নিষ্ঠুর ভাবে দুইজন বয়োজ্যেষ্ঠ দম্পতিকে হত্যা করছি। এটা দেখার পর খুবই অস্থির লাগছে। উল্লেখ্য- আমার জ্বিনের বদনজরের রুকইয়াহ চলমান ছিল। আর আমাদের নতুন বাসা নেয়ার বিষয়ে ঝগড়া হচ্ছিল।
গতকাল আমার স্বামী রেগে গিয়ে বলেছিলেন তুমি যাও তো এখান থেকে। তুমি যদি ভালো না হও তাহলে কিন্তু আমি তোমাকে তালাক দিয়ে দিব। তখন আমি বলেছিলাম এভাবে বলবেন না, এভাবে বলায় তো তেমন কিছু হয়ে যেতে পারে। তখন তিনি বলেছেন হোক।
পরবর্তীতে তিনি বলেছেন তাঁর তালাকের নিয়ত ছিল না, তিনি ভয় দেখাতে এমন বলেছেন।
আমাদের কি তালাক হয়ে গেছে...?