আসসালামু আলাইকুম। আজকে ফজরের নামাজ পড়ার আগে স্বপ্নে দেখি আমার মা আমাকে বলছিল যে নাক থেকে আমি যেন আমার নাকের নদেরর কিছু অংশ খুলে আমার খালামণিকে দেই। যে অংশটা খেলে দিব অংশটুকু সেই অংশটুকু নাকে নেই। উল্টো হাত দিয়ে দেখি আমার নাকের মাঝখানে প্রায় দুই ইঞ্চির মত ঝাঁটার কাঠি বিধি আছে কোন ব্যথা হচ্ছে না আমি টেনে সেটাকে বের করলাম। তারপরে আমি ঘুম থেকে জেগে যাই জেগে উঠে ফজরের সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ ঘুমানোর আগে আমি হেফাজতের আমল করেছি ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে ছিলাম। এটা দ্বারা আসলে কি বুঝিয়েছে।