আসসালামু আলাইকুম
আমার একজন ক্লেজ কাজিন আমাকে বেশ কষ্ট দেয় & আমি চাচ্ছি ওর থেকে দূরত্ব বজায় রাখতে। অনেক ক্লোজ ছিলো বাট অনেক বাজে ব্যবহার করসে অযথাই।
কয়েকদিন পর কোনো একটা কাজে একদিনের জন্য আমাদের বাসায় আসবে।আমার পক্ষে পসিবল না নরমাল হওয়ার কারণ এরকম বাজে ব্যবহার আগেও করসে বাট ছাড় দিসি এখন আর ঐ মন মানসিকতা নাই সত্যি বলতে।খুব প্রেশার লাগে
তো আমার আম্মু আবার এগুলো খেয়াল করেন, যদি দেখেন আমি আগের মতো ব্যবহার করছিনা হয়তো জিগ্যেস করবেন কি হয়েছে
আমি কি বলতে পারবো আমি কেনো আগের মতো ব্যবহার করছিনা? ও আমার সাথে কি কি করেছে? চ্যাটিং দেখাতে পারবো এস এ প্রুফ?
গীবত হয়ে যাবে?
যদি গীবত হয়,আম্মকে কি বলতে পারি এই বিষয়ে নিজের অবস্থা বোঝাতে?