আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in পবিত্রতা (Purity) by (6 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাজ।
আমার ২টি বিষয় জানার আছে, ইংশা-আল্লাহ অনুগ্রহ করে উত্তর দিবেন।
১) আমার পরিচিত একজন বৃদ্ধ প্যারালাইজড হয়েছেন ফুল চলাফেরা করতে পারে না। অন্য কেউ ধরে উঠিয়ে একটু বাসাতে বা হাটাতে পারে এমন। সে নরমাল সব কথা বলতে পারেন কিন্তু বাথরুমে তাকে ধরে নিয়ে যেতে চাইলে যাবে না চিল্লাপাল্লা কান্নাকাটি করেন। তার নরমালি সব সেন্স আছে কিন্তু বিছানায় প্রসাব পায়খানা করে দেয়। এছাড়া নামাজ জিকির কোন কিছু করতে চান না, কুরআন তিলওয়াত শুনলে চিল্লা পাল্লা করেন ( কিন্তু সে অনেক ধার্মিক ব্যাক্তি ছিলেন, তাবলীগ করতেন তালীম করতে হজ্ব করে আসছেন কিন্তু অসুস্থ হওয়ার পরে এমন হবে গিয়েছেন) তার পরিবার নামাজের জন্য তাকে কিভাবে পবিত্রতা অর্জন করা বুঝতে পারছেন না। তাকে বার বার ওজু করানো ও সম্ভব হচ্ছে না। এই মুহুর্তে তিনি নামাজ কিভাবে পরবেন?

২) আমার কোন এক বিষয়ে এক ব্যাক্তিকে নিয়ে চিন্তায় অস্তিরতা কাজ করছিল আমি এটা নিয়ে কয়েকবার ইস্তেখারা করেছি। ইস্তেখারা জন্য কোন সপ্ন আসে নি, কিন্তু আমার অস্তিরতা চিন্তা কমে গিয়েছে। এখন যাকে নিয়ে ইস্তেখারা করেছি তাকে নিয়ে কখনো কোন নেগেটিভ চিন্তা আসে নি এবং অতিরিক্ত ও কোন চিন্তা আসে নি। বরং ইস্তেখারা পরে মন থেকে এমন তার এবং নিজের কল্যানের জন্য দুয়া আসে। এখন এই ইস্তেখারার মানে কি হতে পারে।

1 Answer

0 votes
by (679,920 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

قوله تعالى:
﴿ فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ ﴾
“তোমরা আল্লাহকে ভয় কর যতটুকু পারো।”
(সূরা আত-তাগাবুন, 64:16)

হাদীস শরীফে এসেছেঃ- 

حديث صحيح:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»

(“যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ দেই, তখন তোমরা তা যতটুকু সম্ভব পালন করো।”)

(رواه البخاري، حديث رقم: 7288؛ ومسلم، حديث رقم: 1337)

এই হাদীস থেকে বোঝা যায়, যদি কেউ নিজে অযু করতে না পারে, তবে যতটুকু সম্ভব করবে বা অন্য কাউকে দিয়ে করাবে।

পক্ষাঘাতগ্রস্ত রোগীর ফিকহী নিয়ম

(أ) যদি নিজে করতে না পারে:

ابن قدامة رحمه الله বলেছেন (المغني 1/178):
«فإن عجز عن الوضوء أيمم، فإن لم يجد من يوضئه ولا من ييممه، صلى على حسب حاله، ولا إعادة عليه»
“যদি অযু করতে অক্ষম হয়, তবে তায়াম্মুম করবে। যদি এমনও না হয় (কেউ নেই যে তাকে অযু বা তায়াম্মুম করাবে), তবে সে তার অবস্থায় নামাজ পড়বে এবং পুনরায় আদায় করার দরকার নেই।”

(ب) অন্যকে দিয়ে করানো বৈধ:

النووي رحمه الله (المجموع 2/300):
«إذا عجز عن الوضوء بنفسه وأمكنه من يوضئه لزمه ذلك، ولا يكفيه التيمم مع القدرة على الوضوء بواسطة»
“যদি সে নিজে অযু করতে অক্ষম হয় এবং কেউ তাকে অযু করাতে পারে, তবে তা করানো বাধ্যতামূলক। কারো মাধ্যমে অযু সম্ভব হলে তায়াম্মুম যথেষ্ট নয়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
যদি প্যারালাইজড রোগীর জন্য কেউ অযু করিয়ে দিতে পারে → অযু করানো আবশ্যক।
যদি কেউ না থাকে বা পানি ব্যবহার করলে ক্ষতি হয় → তায়াম্মুম।
যদি তায়াম্মুমও সম্ভব না হয় → যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় নামাজ পড়বে, পুনরায় পড়তে হবে না।

প্রশ্নে উল্লেখিত ছুরতে রোগীর আত্মীয়রা তাকে ওযু করে দিবে। এরপর পবিত্র বিছানায় তাকে বসিয়ে সেখানে তাকে নামাজ পড়তে বলবে সে যদি নামাজ না পড়ে তাকে বাধ্য করার কিছু নেই।

(০২)
উক্ত ইস্তেখারাকে পজিটিভ ধরে নিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...