আসসালামু আলাইকুম শায়েখ, আমাদের বাড়ির পাশে একটা মাজার আছে,, যার নামে মাজার তিনি একজন বড় আলেম ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমাদের বংশানুক্রমে প্রতি বছর ওরশ পালন করা হয়,, আল্লাহর হেদায়াত লাভের পর আমি ওরশের কোনো খাবার খাই না, কিন্তু সবাই বলে যেহেতু ওরশের জন্য গরু,ছাগল,মহিষ গুলো আল্লাহর নামে জবাই হয়,,সেই আলেমের নাম নেয়া হয় না তাই খেতে অসুবিধা নেই, আমি কনফিউজড শায়েখ, কারণ মাজারে তো সবাই মানত করে টাকা দেয়, সেই মানতের টাকা দিয়ে কেনা গরু,ছাগল আল্লাহর নামে জবাই হলেও খাওয়া কি জায়েজ হবে?