আসসালামু আলাইকুম। আমার এসিডিটি সমস্যার জন্য সাদাস্রাবে মাঝেমাঝে ঝাজালো গন্ধ হয়, এটা আমি জানতামনা যে এখনো এমন আছে। প্রস্রাব করার পরে পানি দিয়ে হাত মোটামুটি ধোয়ার পরে অজু করতে যাওয়ার সময় আবার হাত ধুই, তখন হাত শুঁকলে খুব হালকা ঝাঁজ গন্ধ পাই। এতে কি হাত নাপাক ধরব? এরপরে পানি দিয়ে আরো বেশ কিছুক্ষণ হাতটি গষে ধুলে গন্ধটা কমে যায়