আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
একজন মেয়ে উপজেলায় সেলাই কোর্স এ ভর্তি হয়েছে। সেখানে নিয়ম হলো, প্রতিদিনের উপস্থিতির উপর টাকা দেওয়া হয়। এটা মূলত মেয়েদের সাবলম্বী করার জন্য দেওয়া হয়। কোনো মেয়ের পরিবার সচ্ছল হলে এই টাকা তার জন্য ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু এই টাকা না নিলে সরকারি কর্মমচারীরা খাবে।
১। এই টাকা নিয়ে নিজে ব্যবহার না করে অন্য কোনো গরিব অসহায় মেয়েকে দেওয়া যাবে?
২। যেসব সচ্ছল পরিবারের মেয়েরা নিজেরা স্বাবলম্বী হতে চায়/নিজেরাই দর্জি কাজ করতে চায় অথচ তাদের বাবা-ভাই/পরিবার তাদেরকে সেলাই এর উপকরণ যেমন : মেশিন আর অন্যান্য উপকরণ কিনে দেয় না, সেই সচ্ছল পরিবারের মেয়েরাও কি সাবলম্বী বা নিজের কাজ নিজে করার জন্য সরকারী এই টাকা নিতে পারবে?
৩। একজন আপুর বাবা মা নেই। আত্মীয়রা তাদের হক্ব দেয় না। সে তার ছোট ভাইয়ের সাথে আলাদা বাসা ভাড়া নিয়ে কষ্ট করে পড়াশোনা করে। উপজেলা থেকে টাকা নিয়ে এই আপুকে টাকা দেওয়া যাবে?
অন্যান্য প্রশ্ন:
নিজের পরীক্ষার সার্টিফিকেইট আনার জন্য কিছুদিন আগে ঢাকা বোর্ডে গিয়েছিলাম। সেখানে যে সার্টিফিকেট দেয় সে ছিলো না। অনেকক্ষণ অপেক্ষা করার সেখানে টুকিটাকি অন্যান্য কাজ করে (পানি আনা নেওয়া) এমন একজন কর্মী আমাকে আলমারী থেকে সার্টিফিকেট বের করে দেয় এবং খাতায় সিগনেচার রাখে।
এরপর আমার কাছ থেকে কিছু টাকা চায়। সেই রুমে আরও কর্মচারী ছিলো কিন্তু দূরে। এরপর আমি তার কথায় রিয়েক্ট করতে চেয়েছিলাম কিন্তু সেখানে সবাই তাকিয়ে থাকবে আর সিসিটিভি ছিলো এজন্য আমি কিছু বলি নি। আমি তাকে ১০০ টাকা এই নিয়তে দেই যে উনি আমার কাজটা সম্পন্ন করে দিয়েছে। এজন্য বিনিময়ে আমি হাদিয়া দিলাম। নয়তো আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হতো/মূল কর্মকর্তা আসতো কিনা জানি না।
(০৪) প্রশ্ন: আমার কাজটা কি গুণাহ হয়েছে?