আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা মাকরুহ সেটা আপনাদের উসীলায় জেনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা জানার পর‌ও আমি কি এই জিনিসটা কেনার আগে আল্লাহ তাআলার কাছে এই বলে দুআ করতে পারবো যে,"হে আল্লাহ আমি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট না হন তাহলে দয়া করে এই কাপটা ব্যবহার করা আমার জন্য সহজ করে দিন এবং পিরিয়ড কালীন অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে থেকে আমি যেন বেশি বেশি আপনার যিকির করতে পারি সেই তৌফিক টুকু দান করুন "?