আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
মাদ্রাসা পড়ুয়া ছেলে সে পর্নে আসক্ত।এবং পর্নে সে mom and son ধরনের ভিডিও সার্চ দিতে অভ্যস্ত।সে আমার ছোটভাই এবং আমি গোপনে কোনভাবে সেটি জেনেছি।
আমি বুঝতেছি না এমতাবস্থায় আমার করণীয় কী।এর আগে আমি মাকে এ ব্যাপারে ইনফর্ম করেছি।তার ফোন ব্যাবহারে রেস্ট্রিকশন ও দেওয়া হয়েছে।কিন্তু সুযোগ পেলেই এগুলো দেখে।এবং ইদানীংকালে mom son related vedio দেখে।
আমি বুঝতেছিনা সে নিজের মা কে নিয়ে কোন ফ্যান্টাসি তে ভোগে কিনা।কিংবা এই বিষয়ে আমি আমার মা এর সাথেও কোন আলাপ করতে পারতেছিনা।
বড়বোন হিসাবে এখানে আমার করণীয় কী?