আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
১।পূর্বে মাজহাব নিয়ে বিস্তারিত না জেনে কোন মানুষ যদি ভাবে সব মানবে যেটা সহজ।কিন্তু পরবর্তীতে সঠিকভাবে জানার পর মাজহাব অনুসরন করে চলে।শুধু শুনেছিল আগে বাংলাদেশের মানুষ হানাফি মাজহাব কিন্তু আর কিছু না, আরেকটা হানাফি মাজহাবের ওরা সমুদ্রের প্রাণী মাছ ছাড়া আর গুলো খেতে পারে না।মাজহাব নিয়ে বিস্তারিত জানার আগে সে পরিবারকে না জানিয়ে বিয়ে করে।আগে এসব না জানার কারনে বা এমন চিন্তার কারণে বড় কোন গুণাহ হবে?
2।চিংড়ি মাছ মাকরূহ এটা শুনার পর ভুলো গেলে চিংডি ও সমুদ্রের অন্য প্রাণীকে হারামের কাছাকাছি মাকরূহ ওটা মনে করলে কি ঈমান চলে যাবে?পরিবারের মানুষরা বললেও না শুনে মানে ওদের বিশ্বাস না করে যখন এই সাইটে দেখার পর তওবা করলে কি ঈমান ঠিক থাকবে যদি তার উদ্দেশ্য থাকে হালালকে হারাম না ভাবা ও হারামকে হালাল না ভাবা এবং সঠিকটা জানতে চাওয়া।
৩।হালালকে হারাম আর হারামকে হালাল বললে ঈমান চলে যায় সে ভয়ে অন্য মাজহাবে যেগুলো হালাল আর হানাফি মাজহাবে হারাম সেগুলোকে হালাল বিশ্বাস করলে কি ঈমান চলে যাবে মানে মনে শুধু ভয় এটা হালালকে হারাম বললে ঈমান চলে যায় সেই উদ্দেশ্য, মানে ঈমান চলে না যাওয়ার জন্য এমন করলে কি ঈমান চলে যাবে?এসব করলে ঈমান চলে যেতে পারে না জেনে।
৪।কিয়ামতের আগে মানুষ অনেক বেদআত করবে বা ভুল মাসআলা আর ফতোয়া দিবে ।কেউ যদি কারো সঠিক মাসআালা বা কথা শুনার পর ও আমল না করে মানে ওনার মাসআালা বা কথাটা সঠিক কিনা সেই ভয়ে মানে বেদআতের ভয়ে তাহলে কি ইমানের ক্ষতি হবে? পরে সঠিক জানার পর আমল করলে কোন সমস্যা হবে?ঠিক তদ্রূপ কোন হাদিস, হালাল,হারাম এসব বিষয়েও এমন করলে?
৫) ধীরে ধীরে এসব নিয়ে শিখতেছে এমন ব্যাক্তির ভুল কি আল্লাহ মাফ করবে?ওয়াজ আর আপনাদের সাইট থেকে জানার চেষ্টা করা।
৬।ফেসবুকে কিছু ইমোজি/সাইন আছে অনেকে বলে এসব শিরক।।এসব ইমোজি বা সাইন অন্য উদ্দেশ্যে মানে শিরকের উদ্দেশ্যে না আকিদা ঠিক রেখে দিলে কি শিরক হবে বা ঈমান চলে যাবে ?
৭।কেউ একদম নামাজ পড়বে না সে উদ্দেশ্যে না মানে কুফরির উদ্দেশ্যে না এমনিতে অলসতার কারণে যদি বলে আজকে নামাজ পড়তে ইচ্ছে করতেছে না বা আজকে না কাল থেকে সব পড়ব এমন বললে তাহলে কি তার বড় কোন গুণাহ হবে ঈমান চলে যাওয়ার মত?
৮।মাঝে মাঝে নামাজ পড়তে বার বার ঢাকলে অনেকে মনে বিরক্তবোধ করে।নামাজের উপর বিরক্তবোধ না এমনিতে অলসতার কারণে।একদম পড়বে না এমন না।এসবের কারণে কি ঈমান চলে যাবে?
৯।কেউ ৭ ও ৮ নং এর এরকম করলে ঈমান চলে যেতে পারে সেটা না জানলে তার কি তওবা করলে বিয়ে ও ঈমান ঠিক থাকবে?