আসসালামু আলাইকুম, আমার দুলাভাই ব্যাংক থেকে লোন নিছে। যেটা সুদ সহ এক লাখ সত্তর হাজার টাকা হয়েছে। ব্যাংক থেকে ফোন দিছে টাকাগুলো তাড়াতাড়ি জমা না দিলে মামলা দিবে। দুলাভাই বিদেশ থাকে। তাই দুলাভাই আমাকে টাকাগুলো জমা দিয়ে আসতে বলছে।
দুলাভাইয়ের বাবা-মা বয়স্ক। দুলাভাইয়ের ভাই তার দোকানের জন্য নাকি যেতে পারবেনা।
এমতাবস্থায় আমি টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসলে আমার কি সুদের সাক্ষী স্বরূপ হিসেবে গুনাহ হবে?? যেহেতু সুদের সাথে সম্পৃক্ত কয়েক শ্রেণি লোকের গুনাহ হয় কুরআনে উল্লেখ আছে।
যদি গুনাহ হয় আমি তাদেরকে কিভাবে বুঝিয়ে বলতে পারি যেহেতু আপাতত তাদের যাওয়ার মত কেউ নেই।